গরুর হাটে আটক সাবেক উপজেলা চেয়ারম্যান


গরুর হাটে আটক সাবেক উপজেলা চেয়ারম্যান

নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরুকে আটক করেছে স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকালে উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি ভূইঁয়ার বাজার থেকে তাকে আটক করা হয়। 

বীরু মনোহরদী উপজেলা পরিষদের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি ভূঁইয়া বাজারে কুরবানির গরু কিনতে যান বীরু। এ সময় স্থানীয় জনগণ তাকে ঘিরে ফেলে এবং থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, সাইফুল ইসলাম খান বীরু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেন। সে সময় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন। 

এদিকে সাইফুল ইসলাম খান বীরুকে আটকের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ থানার সামনে বিক্ষোভ মিছিল করে। 

মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার জানান, জনতার হাতে আটক হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং তাকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×