ঈদুল আজহা সামনে রেখে লালমনিরহাট সীমান্তে  বিজিবি’র কঠোর নজরদারি


ঈদুল আজহা সামনে রেখে লালমনিরহাট সীমান্তে  বিজিবি’র কঠোর নজরদারি

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গরু চোরাচালান ও কোরবানির চামড়া পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

দেশীয় বাজারে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ ঠিক রাখতে এবং খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সীমান্তজুড়ে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফ. কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ ঠেকাতে আমরা কড়া নজরদারি চালাচ্ছি। দেশের খামারিরা যেন ন্যায্য দাম পান এবং বাজারে অস্থিতিশীলতা না তৈরি হয়, সে বিষয়টি মাথায় রেখেই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রতিটি পয়েন্টে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।’

ঈদের পর কোরবানির চামড়া পাচার রোধেও সক্রিয় অবস্থানে রয়েছে বিজিবি। বিজিবি'র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চামড়া পাচার রোধে আগে থেকেই গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকিগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।’

জননিরাপত্তা ও ঈদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সীমান্ত এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছেন।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোরবানির পশুর সরবরাহ, বাজারের স্থিতিশীলতা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×