জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে লালমনিরহাটে হত্যাচেষ্টা মামলা


জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে লালমনিরহাটে হত্যাচেষ্টা মামলা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য জি এম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে লালমনিরহাটে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। সোমবার দুপুরে সদর থানায় মামলা করেন খলিলুর রহমান নামের এক ব্যক্তি, যিনি নিজেকে বিএনপির কর্মী দাবি করেছেন।

মামলায় জি এম কাদের ও তার স্ত্রীসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২০–৩০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে।

এজাহারে বাদী অভিযোগ করেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি লালমনিরহাট শহরের নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় জি এম কাদের ও তার অনুসারীদের নির্দেশে তাকে কেন্দ্রের বাইরে নিয়ে মারধর ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বাদীর দাবি, তখন তিনি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নেয়নি। তবে এবার বিষয়টি লিখিতভাবে তুলে ধরলে মামলা গ্রহণ করা হয়।

সদর থানার ওসি মোহাম্মদ নূর নবী বলেন, একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×