শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২২৮ শিক্ষার্থী


শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২২৮ শিক্ষার্থী

শেরপুরে এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে মোট ২২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় জেলার ৩৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষার শুরু হয়।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, শেরপুরে এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলো ১৫ হাজার ৮০২ জন। এর মধ্যে এসএসসিতে ১২ হাজার ১১৪ জন, দাখিলে ২ হাজার ৪৭১ জন এবং ভোকেশনালে ১ হাজার ২১৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

প্রথম দিনের উপস্থিতি ও অনুপস্থিতির বিবরণ অনুযায়ী, এসএসসিতে মোট ১২,১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩টি কেন্দ্রে উপস্থিত ছিলেন ১২,০২৮ জন এবং অনুপস্থিত ৮৬ জন। দাখিল পরীক্ষায় ৭টি কেন্দ্রে মোট ২,৪৭১ জনের উপস্থিত ২,৩৫৭ জন এবং অনুপস্থিত ১১৪ জন। ভোকেশনাল (এসএসসি ও দাখিল) ৭টি কেন্দ্রে মোট ১,২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১,১৮৯ জন এবং অনুপস্থিত ২৮ জন।

জেলা শিক্ষা অফিসের তথ্য মতে, এবার মোট পরীক্ষার্থী ১৫,৮০২ জনের মধ্যে প্রথম দিন পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৫,৫৭৪ জন এবং অনুপস্থিত ছিলেন ২২৮ জন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান জানান, প্রথম দিন যারা অনুপস্থিত ছিলো, তাদের খোঁজ নিতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×