দিন-ক্ষণ-স্থান ঠিক করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


দিন-ক্ষণ-স্থান ঠিক করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

উপজেলা নির্বাচনে সাবেক এমপির ছেলের পক্ষ কাজ না করা নিয়ে ক্ষোভ অনেক দিন ধরেই পুষছিলো দুটি পক্ষ। হঠাৎ একটি ঘটনায় সেই জেরে আগুনে ঘি ঢালার মতোই উসকে দেয়। পরে রীতিমতো যুদ্ধাংদেহি হয়ে ঘটা করে সংঘর্ষে জড়ান তারা। মারামারি করার জন্য ঠিক করা হয় নির্ধারিত জায়গাও।

ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অর্ধশতাধিক। তাদের স্থানীয় হাসপাতালসহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামের ছয়হালের মাঠে ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ হয়।

এতে এক পক্ষে ছিলেন ছয়হাল ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মিয়া ও অপর পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুফি মিয়ার লোকজন।

স্থানীয়রা জানান, বিগত উপজেলা নির্বাচনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের ছেলের পক্ষে কাজ না করায় দীর্ঘদিন ধরে গ্রামের নূর মিয়া ও সুফিা মিয়ার লোকদের মধ্যে বিরোধ চলছিলো। শুক্রবার একটি ঘটনা নিয়ে নতুন করে দুই পক্ষের মধ্যে বিরোধ বেড়ে যায়। পরে শনিবার সকালে ঘোষণা দিয়ে তারা সংঘর্ষে জড়ায়, চলে ঘণ্টা ব্যাপী। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকরাম আলী জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।'

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×