
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঘিরে উদ্বেগের মধ্যে এবার তার গ্রামের বাড়িতে চুরির ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ঝালকাঠির নলছিটির পৈত্রিক বাড়িসহ আশপাশে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সার্বক্ষণিক নিরাপত্তা থাকবে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকাল থেকেই হাদির গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়েজিদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আপাতত ২৪ ঘণ্টায় শিফট ভিত্তিতে চারজন পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করবেন।
এদিকে, শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে নলছিটিতে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মসূচি থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না বলেন, “ওসমান হাদি আমার খুব কাছের ছোট ভাই। অতীতে আমরা যখন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতাম; সে আমাদের কাছে বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করতো। তখন দেখেছি তার মাঝে অগাধ দেশপ্রেম ছিল। সবকিছু ছাপিয়ে দেশপ্রেমই তার কাছে মুখ্য ছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ (শনিবার) বিকেলে নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছি। আমরা অতি দ্রুত ওসমান হাদির ওপর হামলায় জড়িত মূলহোতাদের গ্রেপ্তার দেখতে চাচ্ছি।”
ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন বলেন, “শরীফ ওসমান হাদি শুধু নলছিটি না সারাদেশের একটি সম্পদ। তার রয়েছে অগাধ দেশপ্রেম এবং তিনি ফ্যাসিষ্ট বিরোধী অগ্রদূত সৈনিক। তিনি আমাদের নলছিটির সুযোগ্য সন্তান আমরা সবসময় তাকে নিয়ে গর্ববোধ করি। আজ আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা শুক্রবার সন্ধায় আট দলের ব্যানারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছি। আমরা এগুলো করেই চুপ থাকবো না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। কারণ শরীফ ওসমান হাদি একজনই; তার বিকল্প সহজে খুজে পাওয়া যাবে না। সরকারকে অনুরোধ করবো দ্রুত জড়িতদেরকে খুঁজে বের করুন।”
হাদির প্রতিবেশী শাহাদাত আলম ফকির বলেন, “ওসমান হাদির পরিবার একটি ধার্মিক পরিবার তার বাবা মাওলানা আবদুল হাদিও ছিলেন অত্যন্ত মিষ্টভাষী সৎ মানুষ। ওসমান হাদি তার বাবার মতোই স্পষ্টবাদী সৎ মানুষ। তিনি আট থেকে দশ বছর আগে নলছিটি ছেড়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। এই সুগন্ধা নদীর তীরেই আমাদের সঙ্গে তার ছোটবেলা কেটেছে। এখনও নলছিটি আসলে সে অত্যন্ত বিনয়ীভাবে আমাদের সঙ্গে কথা বলেন। এমন একটা মানুষ শুধু দেশের পক্ষে কথা বলার কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার সুস্থতা কামনা করছি।”
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে দুর্বৃত্তরা। এ খবর পেয়ে শুক্রবার বিকেলেই তার পরিবারের সদস্যরা ঢাকায় চলে যান। সেই সুযোগে নলছিটিতে তার পৈত্রিক বাড়িতে জানালা ভেঙে চুরির ঘটনা ঘটে।