শেখ হাসিনার ট্রেনে গুলি: খালাস পাওয়া যুবদল নেতার মৃত্যু


Feb 2025/Azad.jpg
আজাদ রহমান খোকন

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলা থেকে খালাস পাওয়া যুবদলের নেতা আজাদ রহমান খোকন (৫২) মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের কাচারিপাড়া এলাকায় নিজ বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান। 

খোকন কাচারীপাড়া এলাকার পিয়ার আলী মণ্ডলের ছেলে। তিনি ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সদস্য ও শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এ মামলায় তিনি প্রায় ৫ বছর কারাভোগের পর গত বছর ১২ সেপ্টেম্বর জামিনে মুক্ত পান। এর পর থেকে তিনি ঈশ্বরদীতে নিজ বাড়িতে ছিলেন।

পারিবার সূত্রে জানা যায়, কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরার পর থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন খোকন। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ এ তথ্য নিশ্চিত করেনে।

তিনি বলেন, ‘জামিনে মুক্তি পাওয়ার পর সম্প্রতি তিনিসহ এ মামলার সব আসামিদের উচ্চ আদালত খেকে খালাস দেওয়া হয়। গতকাল মারা যাওয়া যুবদল নেতা খোকনের মরদেহ দাফন করা হয়।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×