এক বলে ১৫ রান, বিপিএলে বিশ্বরেকর্ড


December 2024/1 15.jpg

২০৪ রানের বড় টার্গেট। রান তাড়ায় চিটাগাং কিংসের দরকার ছিল দারুণ এক শুরুর। চট্টলার দল সেটি পেয়ে যায় খুলনা টাইগার্সের বোলার ওশান থমাসের কল্যাণে। একের পর এক নো আর ওয়াইডে এক বলেই দিয়েছেন ১৫ রান!

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকার মিরপুরে ইনিংসের প্রথম বলে নাইম শেখ আউট হলেও সে যাত্রায় বেঁচে গিয়েছেন। শেষ পর্যন্ত সেই বলেই উঠল ১৫ রান। তাতে টি-২০ ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ডও দেখল বিপিএল। 

এর আগে এক বলে ১৩ রান নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ভারতের এই ওপেনার। অবশ্য সেবার ৭ রান তিনি পেয়েছিলেন নো-বল থেকে আর একটা ছিল ছক্কার মার।

নাইম ইসলামের বিপক্ষে ওশান থমাস ইনিংসের প্রথম বলেই পেয়েছিলেন উইকেট। তবে, সেটায় ক্যাচ লুফে নেন তিনি। সেটা ছিল নো-বল। ফ্রিহিটের পরের বলে ছিল ডট। সেটা ছিল লিগ্যাল ডেলিভারি। এরপরেই আসে ওশান থমাসের লিগ্যাল ডেলিভারির জন্য লম্বা সংগ্রাম। নো বলে ৬ রান হজম করেছেন। এরপর দুই ওয়াইড বল। পরের নো বলে হজম করেছেন ৪ রান। ততক্ষণে চলে এসেছে ১৪ রান। স্কোরবোর্ডে এক বলের পাশে ১৫ রান। 

শেষ পর্যন্ত বৈধ বল ওশান থমাস করেছেন। সেটায় ছিল ডট। তারপর ফের একটা নো-বল। সেই বলেও ক্যাচ হয়েছিলেন নাইম। দ্বিতীয় বার জীবন পান ওই এক ওভারেই। ফ্রি-হিটের পর অবশ্য নিজেকে আর বাঁচাতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। বোসিস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। 

এক বলে ১৪ রান অবশ্য এর আগেও এসেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে এক বলে ১৪ রান তুলেছিলেন ওশান থমাস। তবে, সামগ্রিকভাবে এক বলে সবচেয়ে বেশি রানের রেকর্ড অস্ট্রেলিয়ার এক ঘরোয়া ক্রিকেট ম্যাচে। গাছে বল আটকে যাওয়ার সুবাদে এক বলে ২৮৬ রান তুলেছিলেন তারা। ১৮৬৫ সালে ইংল্যান্ডের পল-মল গ্যাজেট ম্যাগাজিনের সূত্রে জানা যায় এই তথ্য।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×