র‍্যাব পরিচয়ে ডাকাতি করেন তারা


TRT 03-10-2024/60227b6e27ae442578a2396f507a09c4-6729fe611acbf.jpg

কুমিল্লা চৌদ্দগ্রামে র‍্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলো— মো. সাইফুল ইসলাম, সাজু মিয়া, মো. রিয়াদ, মো. রবিউল, মো. মানিক, রিপন সরদার, মো. সাজু, রিপন হাওলাদার এবং মো. সজিব।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত ২৭ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের কালী কৃষ্ণনগর এলাকায় বিকাশ এজেন্টের ২ কর্মচারীকে জিম্মি করে তাদের কাছে টাকা লুট করে ডাকাত দল। এসময় ডাকাতরা র‍্যাবের পোশাকের মতো জ্যাকেট ব্যবহার করছিল বলে জানায় ওই দুই বিকাশ কর্মচারী।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান জানান, গতকাল সোমবার রাতে ডাকাত দলটি চান্দিনায় ডাকাতির পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব। পরে র‍্যাব-১১ এর আরও একটি দলের সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়।  তাদের বিরুদ্ধে এর আগেও নানা অপকর্মের অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

মাহমুদুল হাসান আরও জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা র‍্যাবের মনোগ্রামযুক্ত জ্যাকেট, স্বর্ণের আংটি, ওয়াকিটকি, ইলেকট্রিক শকার, হ্যান্ডকাফ, চারটি মোবাইল ফোন মনগ্রাম স্টিকার, লাঠি টর্চলাইট, ওয়ারলেস টকিং টুল, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×