শহীদ আবু সাঈদকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, রাজমিস্ত্রী গ্রেপ্তার


February 4 2025/68_original_1751107577.jpg

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগে দায়ের করা মামলায় সুমন আহম্মেদ (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে সান্দিকোনা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (২৭ জুন) রাতে নেত্রকোণার কেন্দুয়া থানার এসআই রেজাউল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে এ মামলা দায়ের করেন। গ্রেপ্তার যুবক উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।পেশায় তিনি রাজমিস্ত্রী । 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বপ্রণোদিত হয়েই গতকাল শুক্রবার তার ব্যক্তিগত আইডি থেকে এমন পোস্ট করেন বলে জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সুমন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শহীদ আবু সাঈদের ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেন। পোস্টটিতে তিনটি শব্দ ব্যবহার করা হয়, যার মধ্যে একটি ছিল কুরুচিপূর্ণ ও অপমানজনক। যা স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করে। 

পরে শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সুমনকে নিজ বাড়ি থেকে আটক করে। এরপর রাত ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করে জুলাই-আগস্টের আহত যোদ্ধা সংগঠনের নেতারা। আটক সুমনকে সঠিক আইন অনুযায়ী বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানান আহত জুলাই- আগস্টের নেতারা।
 
এ বিষয়ে শনিবার (২৮ জুন) কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, ফেসবুকে পোস্টের মাধ্যমে জনরোষের সৃষ্টি হওয়ায় সাইবার সুরক্ষা আইনে সুমনের বিরুদ্ধে পুলিশ বাদী মামলা হয়েছে। আসামিকে আজ দুপুরের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×