
সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি করে প্রায় সাড়ে তিন ঘণ্টা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছিলেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এরপর তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন। একই সঙ্গে তারা তেজগাঁও থানা ঘেরাও করার নতুন কর্মসূচি ঘোষণা করেন।
সড়ক অবরোধটি বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয়েছিল। অবরোধ চলাকালীন ফার্মগেট এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে যাত্রী ও চালকরা দীর্ঘ সময় চরম ভোগান্তির শিকার হন।
অবরোধ প্রত্যাহারের সময় কলেজ শিক্ষার্থী আবদুর রহমান রাফি বলেন, “সহপাঠী সাকিবুল হাসান রানা (১৮) হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় তেজগাঁও থানা ঘেরাও করা হবে।”
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন। ঘটনার বিচার দাবিতে কলেজের শিক্ষার্থীরা এর আগে একাধিকবার সড়কে নামেন এবং বিভিন্ন কর্মসূচি পালন করেন।