
রাজধানীর তেজগাঁওয়ে আলোচিত স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোছাব্বির হত্যাকাণ্ডে বড় অগ্রগতি এসেছে। এই ঘটনায় ‘প্রধান শুটারসহ’ মোট চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মোসাব্বির হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন এই হত্যাকাণ্ডের অভিযুক্ত শুটার জিনাত। এছাড়া সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল এবং তার সঙ্গে জড়িত আরও একজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে তেজগাঁওয়ের হোটেল সুপারস্টারের পাশে আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের একটি গলিতে মোছাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা।
এই হামলায় তেজগাঁও থানা ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। ঘটনার পর স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে দ্রুত বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমান মোছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
পরে আহত আবু সুফিয়ান মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর নিহত মোছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।