
ন্যায়বিচারের দাবিতে রাজধানীর কেন্দ্রস্থল শাহবাগে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। ইনকিলাব মঞ্চের ডাকে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি রবিবার দুপুরে শাহবাগ মোড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
দুপুর গড়াতেই সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে এবং দুপুর ১২টার পর থেকে শাহবাগ মোড়ের একপাশ দখল করে তারা বিক্ষোভে অংশ নেন।
কর্মসূচি চলাকালে বিভিন্ন দাবিকে সামনে রেখে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘ইনকিলাব ইনকিলাব - জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা - ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি - আজাদি আজাদি’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘লাল-সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়’ স্লোগান দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির মাধ্যমে তারা নির্দিষ্ট কয়েকটি ঘটনার বিচার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দোষীদের শাস্তির দাবি জানাবেন।
সংগঠনটির নেতারা আরও জানিয়েছেন, এই কর্মসূচিকে ঘিরে দিনভর ধারাবাহিকভাবে আরও নানা কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।