
সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, কী কারণে সংঘর্ষের শুরু হয়েছে তা এখনও চূড়ান্তভাবে নিশ্চিত নয়। তবে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রথমে ঢাকা কলেজের একটি বাসে হামলা চালায়—এর প্রতিক্রিয়ায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
ডিসি মাসুদ আলম মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বলেন, “বাসে হামলার জবাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে এগিয়ে যায়। তখনই দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সরিয়ে ক্যাম্পাসের ভেতরে পাঠায়। বর্তমানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাইরে নেই।”
তিনি আরও জানান, “আইডিয়াল কলেজের সামনের অংশে থাকা কয়েকজন শিক্ষার্থীও আক্রমণাত্মক আচরণ করেছেন। এতে কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ, কলেজ প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে উত্তেজনা কমানোর চেষ্টা করা হয়েছে।”
ডিসি বলেন, “ঘটনার পেছনে কোনো ‘বহিরাগত’ বা বিশেষ চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হবে। আমরা আইডিয়াল কলেজ প্রশাসনসহ সবাইকে বলেছি, কোনো ভিডিও, প্রমাণ বা সূত্র থাকলে তা আমাদের দিতে। আমরা যাচাই করব যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”
এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আহাদ নামে এক শিক্ষার্থীর ছবির প্রসঙ্গেও মন্তব্য করেন, “ছেলেটি বর্তমানে আইডিয়াল কলেজের শিক্ষার্থী নয়, আগে পড়ত, এখন তেজগাঁও কলেজের ছাত্র। বিষয়টি আমাদের আগে জানা ছিল না, এখন জানলাম।”
ডিসি মাসুদ আলম আরও জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও ধীরে ধীরে ক্যাম্পাসের ভেতরে ফিরে গেছে। তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ হয়। সেই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে গোলাপ এবং মুখে বন্ধুত্বের স্লোগান নিয়ে ভবিষ্যতে সংঘর্ষ এড়ানোর অঙ্গীকার করেছিল। কিন্তু এক মাসও কেটে না, আজ ফের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষে জড়িয়েছে।