
সাম্প্রতিক ভূমিকম্প-পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ২৪ নভেম্বর থেকে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম (পিএইচডি)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ভূমিকম্পের ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ক্যাম্পাসের ঝুঁকি নিরূপণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে ২৭ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
এ ছাড়া সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল; ফয়জুন্নেছা চৌধুরানী হল খালি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (৩০ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত হবে।
জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডীনকে আহ্বায়ক করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বুয়েটের বিশেষজ্ঞরাও অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি ভূমিকম্প-পরবর্তী ক্যাম্পাসের ভবনসমূহ পরিদর্শন ও ঝুঁকি মূল্যায়ন করে ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
প্রতিবেদন ও সার্বিক পরিস্থিতির আলোকে ৪ ডিসেম্বর আবার সভা অনুষ্ঠিত হয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
উল্লেখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকবে। শিক্ষার্থীদের পরিবহন সেবা স্থগিত থাকবে, তবে অফিসসমূহ স্বাভাবিকভাবে খোলা থাকবে।
এ ছাড়া, জকসু নির্বাচন কার্যক্রম বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করবে জকসু নির্বাচন কমিশন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সকল অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রধান নির্বাচন কমিশনার (জকসু) ও প্রক্টর উপস্থিত ছিলেন।