
হঠাৎ ঘটে যাওয়া ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে বিভিন্ন হলের ভবন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে, অনেকে দ্রুত দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। বিভিন্ন হলে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও পলেস্তারা খসে পড়ার ঘটনাও ঘটে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের সময় ভয় পেয়ে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের হাতে-পায়ে আঘাত লাগে। হাজী মুহম্মদ মুহসীন হল থেকে দুই শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে আরও দুই শিক্ষার্থী ভবন থেকে লাফ দেওয়ার সময় আহত হন।
স্যার এ এফ রহমান হলের ১০৫ নম্বর কক্ষে আসবাবপত্র ভেঙে পড়লেও কেউ আহত হননি।
শামসুন নাহার হলের এক ভবনের মিড বিল্ডিংয়ের একটি অংশে ফাটল সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের দাবি, বারান্দার একটি অংশও ফাঁকা হয়ে গেছে। ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা আতঙ্কে দ্রুত মাঠে নেমে আসেন।
তবে মাস্টার দা সূর্য সেন হল, বিজয় একাত্তর হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কোনো ধরণের ক্ষতির খবর পাওয়া যায়নি।
কবি জসীম উদ্দীন হলের দক্ষিণ ভবনের তৃতীয় তলায় পলেস্তারা ভেঙে পড়ে। শিক্ষার্থীরা জানিয়েছেন, কিছুদিন আগে দুই ভবনের মাঝের ফাঁকা অংশ বন্ধ করতে নতুন পলেস্তারা লাগানো হয়েছিল।
সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, 'কাপড় ধুতে ওয়াশরুমে ছিলাম। হঠাৎ ভূমিকম্পে সামনে পেছনে যাওয়া শুরু করেছি। কি করব, বুঝি উঠতে পারছিলাম না।'
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. শাহেদুল আলম বলেন, 'ঘুম থেকে উঠেই দেখি, ফ্যান নড়ছে। এমন মাত্রায় ভূমিকম্প কখনো দেখিনি। ভেবেছি, আজকেই হয়তো জীবনের শেষদিন।'
ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত পুরনো আবাসিক ভবনগুলোর দ্রুত সংস্কার এবং পুনর্নির্মাণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।