
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বিবাহ করেছেন। তার জীবনসঙ্গী হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাঁটাবন মসজিদে পরিবারের সান্নিধ্যে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ বিষয়ে তথ্য মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, কনে জান্নাতুল ফেরদাউস সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং চাকসুর নির্বাহী সদস্য। তার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ঢাকার একটি মসজিদে ছোট পরিসরে বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিকভাবে বাগদান অনুষ্ঠানটি চলতি ডিসেম্বরের মাঝামাঝি হওয়ার কথা ছিল, তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে তা পিছিয়ে দেয়া হয়।
রাঙামাটির সন্তান এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।