
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক অজ্ঞাত যুবক ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। হামলাকারীকে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, যুবক অসংলগ্ন কথা বলছে এবং ক্যান্টিনের টেবিল ও অন্যান্য সামগ্রী ছুঁড়ে ফেলার চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ক্যান্টিনের বাইরে একটি পোস্টার ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়। এরপর যুবক ভেতরে ঢুকে টেবিল উল্টেপাল্টে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করে। হামলাকারীর পরিচয় জানতে চাইলে সে নিজেকে সাগর বলে পরিচয় দেয় এবং বাড়ি কুমিল্লা জানায়।