কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবারও নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম, প্রশাসনের সতর্কবার্তা
- কুবি প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৩৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সকল রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এতে সভা-সমাবেশ, মিছিল এবং বিশিষ্ট নেতৃবৃন্দকে আমন্ত্রণসহ যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত। এই নিষেধাজ্ঞা কার্যকর রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ১০০তম সিন্ডিকেট সভার ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিগত এক বছরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নির্দেশনা মেনে রাজনৈতিক সংগঠনগুলো শৃঙ্খলা বজায় রেখেছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু পক্ষ নির্দেশনা অমান্য করে ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সকল রাজনৈতিক সংগঠনকে নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায়, প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে।
গত বছরের ৯ আগস্ট অনুষ্ঠিত ১০০তম সিন্ডিকেট সভায় প্রথমবার ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এই নির্দেশনা অমান্য করে বেশ কয়েকবার ক্যাম্পাসে কর্মসূচি পরিচালনা করেছে। সর্বশেষ ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, "বিগত এক বছরে সকল রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও সম্প্রতি লক্ষ্য করছি প্রশাসনিক নির্দেশনা অমান্য করে বিভিন্ন পক্ষ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের সতর্ক করার জন্য আবার বিজ্ঞপ্তি জারি করেছি। পরবর্তীতে কোনো রাজনৈতিক কার্যকলাপ অনুষ্ঠিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"