
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ফলাফলে প্রযুক্তিগত অসঙ্গতি ধরা পড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় ফল যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান।
অধ্যাপক সাইদুর রহমান বলেন, “ওএমআর শিটে কিছু অসঙ্গতি ছিল, যার কারণে রিড করার সময় মিস এলাইনমেন্ট হয়। এটি একটি টেকনিক্যাল ত্রুটি। বিষয়টি নজরে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে পুনরায় যাচাই করার।”
তিনি আরও জানান, মোট ১৭টি উত্তরপত্রে এই ধরনের অসঙ্গতি শনাক্ত করা হয়েছে। নতুন করে মেধা তালিকা প্রকাশ করা হবে, যার ফলে কিছু শিক্ষার্থীর অবস্থান পরিবর্তিত হতে পারে। নতুন ফলাফল ঘোষণার সময় তিনি বলেন, “আজ রাতেই নতুন মেধা তালিকা ঘোষণা হতে পারে।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের ফল ৭ জানুয়ারি প্রকাশিত হয়। ফল প্রকাশের পরই কিছু শিক্ষার্থী অনিয়মের অভিযোগ করলে ১৪ জানুয়ারি উপাচার্য ডিনদের নিয়ে জরুরি বৈঠক করেন। পরে দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার দুই সহ-উপাচার্য, ডিন এবং ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোছাইনের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়।
‘এ’ ইউনিটে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ অন্তর্ভুক্ত। এখানে মোট আসন রয়েছে ১,০৯৩টি। এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৭৯,৪১০ জন শিক্ষার্থী, যার মধ্যে ৪১,৬০৯ জন উত্তীর্ণ এবং ৩৭,৮০১ জন ফেল করেছেন। পাসের হার প্রায় ৫২ শতাংশ।