কুবিতে বানরের তাণ্ডব, শিক্ষার্থীসহ আহত এক ডজন


কুবিতে বানরের তাণ্ডব, শিক্ষার্থীসহ আহত এক ডজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এলাকায় এক বানরের আক্রমণে শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে বানরটি হলে আশপাশে ঘোরাফেরা করে আতঙ্ক সৃষ্টি করে।

সকাল নয়টার দিকে বানরটি প্রথমে হলে সামনে অবস্থান নেয় এবং শিক্ষার্থী ও আনসারদের দিকে তেড়ে যায়। পরে এটি দত্ত হলের একটি কক্ষেও প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বানরটি পাগলপ্রায় আচরণ করছিল এবং সামনে যাকেই পাচ্ছিল তাকে কামড়ানোর চেষ্টা করছিল। এ সময় অন্তত ১০ থেকে ১২ জন আহত হন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী রিপন লাল বলেন, “নয়টার দিকে কয়েকজন শিক্ষার্থীর দিকে তেড়ে যাচ্ছিল বানরটি। একজন শিক্ষার্থীকে দৌড়ানি দিয়ে হলে প্রবেশ করায়। পরে হাতে থাকা বাঁশ দিয়ে তাড়ানোর চেষ্টা করা হলেও এটি যাকেই পেতো কামড়ানোর চেষ্টা করছিল। অন্তত ১০-১২ জনকে কামড়িয়েছে।”

কুবির ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান জানান, “এর মধ্যে ৮ জন আহত আমাদের কাছে এসেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে টিকা নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি।”

আহত কর্মচারী বাবুল বলেন, “এটা হলে ঢুকে চারদিকে পাগলামি করতে থাকে। কাছে যেতেই আমার বৃদ্ধ আঙুলে কামড় দেয়, সঙ্গে সঙ্গে রক্ত বের হয়ে যায়।”

দত্ত হলের সহকারী রেজিস্ট্রার কামরুল আহসান রুবেল বলেন, “আমি প্রভোস্ট স্যারকে বিষয়টি জানাই। পরে নিরাপত্তা শাখা লোক পাঠায়। অনেক চেষ্টায় সড়ালেও আবার ফিরে আসে। বন বিভাগকে ফোন দিলে তারা জানান, তাদের অভিজ্ঞ লোকবল নেই, তবে যেন এটিকে ক্ষতি না করে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয়।”

প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন বলেন, “আমি নিরাপত্তা শাখাকে জানিয়েছি। তারা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করবে বলে জানিয়েছে।”

নিরাপত্তা শাখার প্রধান সাদেক হোসাইন মজুমদার জানান, “খবর পেয়ে আমরা আনসার ও গার্ড পাঠাই, কিন্তু তাদেরও কামড়ায়। পরে তারা সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেছে।”

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ রেঞ্জের বন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, “আমরা কাছাকাছি আছি। কিছুক্ষণের মধ্যে পৌঁছে উদ্ধারের চেষ্টা করব।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×