কুবির বিআরটিসি বাসে আগুন!
- কুবি প্রতিনিধি
- প্রকাশঃ ১০:২৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিআরটিসি বাসে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসস্টপে থাকা ৮ নম্বর বাসের ইঞ্জিনের পেছনে আগুন ধরে যায়। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি স্টপেজে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ইঞ্জিনের পেছন দিক থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। এ সময় পাশে থাকা অন্যান্য বাসের চালকেরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, “৪:৪৫-৪:৫০ মিনিটের মধ্যে বাসটি স্টপেজে ঢোকে। ঢোকার সাথেই ইঞ্জিনের পেছনে আগুন ধরে যায়। দ্রুত অন্যান্য চালকেরা এসে আগুন নেভান। পরে দেখা যায় ইঞ্জিন ও চাকার কাছে খড় আটকে ছিল, যা ঘর্ষণের কারণে আগুন ছড়িয়ে দেয়।”
প্রত্যক্ষদর্শী জরিনা আক্তার মায়া জানান, বাস থামতেই পেছন থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। অন্যদিকে আইন বিভাগের শিক্ষার্থী মাহাবুব আলম বলেন, “বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বাসে হঠাৎ আগুন লাগে। বাস ছাড়ার কথা ছিল ৫টা ১০ মিনিটে। ভাগ্য ভালো, তখনো কোনো শিক্ষার্থী ওঠেনি। না হলে বড় দুর্ঘটনা হতে পারত।”
তিনি আরও অভিযোগ করেন, “বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত বিআরটিসি বাসগুলো পুরোনো এবং ফিটনেসের ঘাটতি থাকায় শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে পড়ছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।”
তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসাইন ভূঁইয়া বলেন, “বাসে আসলে আগুন লাগেনি। রাস্তায় চলার সময় সাইলেন্সারে খড় পেঁচিয়ে ধোঁয়া হয়েছিল। পরে বাসটি নিয়মিত শিডিউল অনুযায়ী শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস ছেড়ে যায়।”
উল্লেখ্য, গত ২৪ আগস্টও কুবির একটি বিআরটিসি বাস দুর্ঘটনার কবলে পড়ে। সেদিন দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলি বিশ্বরোড এলাকায় বাসটি ইউটার্ন নেওয়ার সময় ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা ঘটে।