কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলে চুরির ঘটনা: দুই লাখ টাকার মালামাল উধাও


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলে চুরির ঘটনা: দুই লাখ টাকার মালামাল উধাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে আবারও চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে হলের ৪২৩ নম্বর কক্ষ থেকে দুইটি ল্যাপটপ, দুইটি মোবাইল এবং নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়।

হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাল পাঞ্জাবি ও মাস্ক পরিহিত এক ব্যক্তি সকাল সাড়ে আটটার দিকে হলে প্রবেশ করে। সে সরাসরি চারতলায় গিয়ে ৪২৩ নম্বর রুমে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পর কুমিল্লা দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

চুরির শিকার শিক্ষার্থীরা হলেন নৃবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থী আদনান সাইফ, যিনি একটি ল্যাপটপ ও নগদ টাকা হারিয়েছেন; ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নূরে আলম, যিনি একটি মোবাইল ও একটি ল্যাপটপ চুরি হয়েছে; এবং বাংলা বিভাগের নাজমুল হোসেন, যার মোবাইল চুরি হয়েছে।

বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মাহমুদুল হাসান খান বলেন, “আমাদের নিরাপত্তা শাখার মাধ্যমে অলরেডি জিডি করা হয়েছে। এখন থেকে হলের পেছনের গেট রাত ১০টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখা হবে। এছাড়া এমন ঘটনা প্রতিরোধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও ভাবছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম জানান, “আমরা নিরাপত্তা শাখাকে জিডি করার জন্য বলেছি। শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, তা হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরে নির্ধারণ হবে। এটি আমি একা সিদ্ধান্ত নিতে পারি না।”

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৮ মার্চ বিজয়-২৪ হলের ৪২৫ নম্বর কক্ষে একটি ল্যাপটপ ও একটি মোবাইল চুরি হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×