কুবিতে দেওয়া হবে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড
- কুবি প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:১৬ এম, ৩০ আগস্ট ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে স্নাতক (সম্মান) সম্পন্ন করা তিনটি শিক্ষাবর্ষের ৫৫ জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে 'ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড'।
আগামী সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বৃত্তিপ্রাপ্তদের তালিকা আগামী রবিবার (৩১ সেপ্টেম্বর) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন।
জানা যায়, বর্তমানে আনুষ্ঠানিকভাবে স্নাতক (সম্মান) শেষ করা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোট ৫৫ জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে এই অ্যাওয়ার্ডটি। অ্যাওয়ার্ড হিসেবে থাকছে নগদ ১০ হাজার টাকাসহ একটি সার্টিফিকেট।
এক্ষেত্রে বৃত্তিপ্রাপ্ত যারা দেশবিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত থাকবেন, তাদের প্রতিনিধি (পিতা/মাতা/ভাই/বোন) উপস্থিত থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই বৃত্তি সম্মাননা ও সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করতেই আমাদের এই উদ্যোগ। নীতিমালার ভিত্তিতে বিভাগগুলো প্রাপ্ত তথ্যে তালিকা তৈরি করা হয়েছে।'
তালিকা প্রকাশ না করেই অনুষ্ঠান ঘোষণার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'তালিকা অনেক আগেই তৈরি হয়েছে। আমি জানি না, কেন আপনাদের হাতে পৌঁছাইনি। ডিপার্টমেন্টগুলো থেকে যাদের নাম দেওয়া হয়েছে, সেটাই ফাইনাল। সেক্ষেত্রে তারা আগেই জানবে। এখানে অনুমোদনের কি আছে আমি জানি না।'
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।