মাভাবিপ্রবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান, ৩ সেপ্টেম্বর
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৪৫ পিএম, ২৬ আগস্ট ২০২৫
.png)
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আগামী ৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১২টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য আলোচনা সভা, দিকনির্দেশনা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই নবীনবরণকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।