
আনসার সদস্যদের জন্য অত্যাধুনিক ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পুরনো হয়ে যাওয়া অস্ত্র প্রতিস্থাপনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছে। বৈঠকের সমাপ্তির পর ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে জানান, ‘আনসারদের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে।’
তিনি আরও জানান, পূর্বে ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য '৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা' কেনার যে পরিকল্পনা ছিল, তা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে, এখন শুধু ‘যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেখানে দেওয়া হবে। স্বচ্ছতার সঙ্গে কেনা হবে। ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে ঠিক করবে।’
অর্থ উপদেষ্টা আরও বলেন, জনগণের পক্ষ থেকে ব্যাপক চাহিদা থাকায় ‘এক কোটি ই-পাসপোর্টের বই’ ক্রয়ের জন্য অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দেশে টিকার যে ঘাটতি দেখা দিয়েছে, তা বিবেচনা করে ‘ইপিআই টিকা’ কেনা হবে বলেও তিনি নিশ্চিত করেন। বাজারের মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রোজার মাস আসার আগেই পর্যাপ্ত পরিমাণে চাল ও গম আমদানি করা হবে বলেও ড. সালেহউদ্দিন আহমেদ জানান।