
আগামী ১৩ নভেম্বরকে ঘিরে আন্দোলন ও ব্লকেডের হুমকির প্রেক্ষিতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষায় নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (৮ নভেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা আছে। অবৈধ কর্মকাণ্ড, নাশকতা বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ফেসবুক পেজে দেখা গেছে, সরকারবিরোধী কিছু নেতাকর্মী রাজধানীতে বিশৃঙ্খলা ও নাশকতা ঘটানোর নির্দেশনা দিচ্ছেন। এসব ভিডিও বার্তায় ১৩ নভেম্বর সড়ক অবরোধের হুমকিও দেওয়া হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা জানান, “প্রতিদিনই যখন ঝটিকা মিছিলের চেষ্টা করা হচ্ছে, তখনই ওইসব ফ্যাসিবাদী লোকজনদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ সব সময় তৎপর আছে।”
তিনি আরও বলেন, “ফেসবুক পেজে যেসব উসকানিমূলক বক্তব্য বা পরিকল্পনা ছড়ানো হচ্ছে, সেগুলো গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে। সব ইউনিট থেকেই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, “এগুলো নতুন কিছু নয়। পুলিশ ২৪ ঘণ্টা সজাগ ছিল, আছে এবং থাকবে। দেশের কল্যাণে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব।”