
নেত্রকোণায় হেফাজতে ইসলামের জেলা কাউন্সিল এক পর্যায়ে উত্তপ্ত পরিবেশে রূপ নেয়, যার জেরে কাউন্সিল কার্যক্রম স্থগিত ঘোষণা করে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে নেত্রকোণা পাবলিক হলে নির্ধারিত সময় অনুযায়ী জেলা কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুপুর ২টা থেকে জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় আলেমরা সভায় বক্তব্য দিতে শুরু করেন।
কিন্তু কাউন্সিলের মূল কার্যক্রম শুরুর সময়, নতুন কমিটি গঠনের জন্য সমর্থন জানাতে হাত তুলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় উত্তেজনা দেখা দেয়। হঠাৎ করেই মঞ্চের ওপর ও নিচে বিশৃঙ্খলা শুরু হয়, একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় নেতারা কাউন্সিল স্থগিতের ঘোষণা দেন।
সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মনির হোসাইন কাসেমী, আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব আতা উল্লাহ আমিনসহ আরও অনেকে। প্রধান অতিথি হিসেবে সিনিয়র যুগ্ম-মহাসচিব জুনাঈদ আল হাবিবের উপস্থিত থাকার কথা থাকলেও, হট্টগোলের খবর শুনে তিনি অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন।
জেলা কাউন্সিলে নেত্রকোণার দশটি উপজেলার বিভিন্ন ইউনিটের সভাপতি, সম্পাদকসহ সাধারণ কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। তবে, বিশৃঙ্খলার কারণে কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে।