
মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে রাতের পালায় দায়িত্ব পালনকালে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্য আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তাদের জবানবন্দি গ্রহণ করা হয়। অভিযুক্তরা হলেন শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ। জবানবন্দি গ্রহণের পর বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মু. হাবীবুর রহমান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সজীব চৌধুরীর আদালতে আসামিদের হাজির করা হয়। সেখানে তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের দায় স্বীকার করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাত দুইটার দিকে একজন ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে মানিকগঞ্জের বেতিলা এলাকার নানা বাড়িতে যাচ্ছিলেন। পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার স্বার্থে তারা সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। তখন গেটে দায়িত্বে থাকা আনসার সদস্য শাহাদাৎ ও আবু সাঈদ তাদের সাহায্যের আশ্বাস দেন।
কিছু সময় পর ওই নারীকে কৌশলে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। সোমবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ অভিযুক্ত দুই আনসারকে আটক করে। পরে ভুক্তভোগীর মা থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।