
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বিজয়নগর এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ হওয়ার এই ঘটনায় পুলিশ ও সিআইডির হাতে গুরুত্বপূর্ণ আলামত এবং তথ্য এসেছে বলে জানা গেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পর সঙ্গে সঙ্গে পুলিশ ও সিআইডি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। এলাকা তল্লাশি করে ঘটনাস্থলের কাছ থেকে ২টি গুলির খোসা উদ্ধার করা হয়, যা গুরুত্বপূর্ণ আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা খোসা পরীক্ষা করে অস্ত্রের ধরন ও গুলির উৎস নির্ধারণের চেষ্টা চলছে। এছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “হাদির মস্তিষ্কে গুলি লেগেছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং অস্ত্রোপচার চলছে।”
হাদির সঙ্গে থাকা মিসবাহ জানান, জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে হাদিকে রিকশাতেই হাসপাতালে আনা হয়।
এর আগে ১৪ নভেম্বর হাদি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, তার এবং পরিবারের প্রতি বিভিন্ন ধরনের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিদেশি নম্বর থেকে একাধিক কল ও মেসেজের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এবং পরিবারকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।
ঘটনার পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।