
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এদিন আরও একটি বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেশের বিভিন্ন জেলায় কর্মরত ২৩০ জন জেলা আদালতের বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ।
বদলির আদেশগুলো আইন ও বিচার বিভাগ থেকে পৃথক চারটি প্রজ্ঞাপন আকারে জারি করা হয়। এই প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকাসহ মোট ১৯টি জেলায় বিচারকদের এই রদবদল কার্যকর হবে।