
বলিউডের প্রখ্যাত দম্পতি গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য জীবন প্রায়ই মিডিয়ার শিরোনামে আসে। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে তার স্ত্রীর বিস্ফোরক মন্তব্য। গোবিন্দ তার অর্ধেক বয়সী এক নায়িকার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী সুনীতা আহুজার।
সুনীতা আহুজা জানিয়েছেন, সম্প্রতি টুইঙ্কেল খান্না ও অভিনেত্রী কাজল মন্তব্য করেছিলেন যে সম্পর্কের মধ্যে শারীরিক প্রতারণা (যেমন এক রাতের সম্পর্ক) মানসিক প্রতারণার চেয়ে কম ক্ষতিকর। তাদের মতে, মানসিক আঘাতই বেশি কষ্ট দেয়। তবে সুনীতা বলেন, “টুইঙ্কেল খান্নার এই ধারণার সঙ্গে আমি একমত নই।”
গোবিন্দের শারীরিক প্রতারণা প্রসঙ্গে তিনি বলেন, “আপনি একজনকে ভালোবাসেন, তারপর তার সঙ্গে প্রতারণা করবেন! এ কেমন কথা! আমি নিজে আবেগপ্রবণ মানুষ। গোবিন্দকে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসব। আমার সঙ্গে যে কেউ প্রতারণা করলেই কষ্ট পাব। সে আমার সন্তান হোক বা গোবিন্দ। প্রতারণা করে মানুষের মনে কষ্ট দেওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, “বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিকভাবে জড়ানো মোটেও ঠিক নয়। আমাদের বাবা-মায়ের কাছে এমন শিক্ষা পাইনি।”
সুনীতা জানায়, তিনি শারীরিক প্রতারণাকে কখনোই স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে দেখেন না।