
পটিয়া থানায় পুলিশি হেফাজতে থাকা অবস্থায় সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ছাত্রলীগ নেতার ক্যাপশন ছিল, “ঘুম ভালোবাসিরে এএএ...। জীবন যেমনই হোক, বিনোদন মিস করা যাবে না।”
গ্রেপ্তারকৃত নেতার নাম শোয়াইব উল ইসলাম ওরফে মহিম (২১)। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সেই ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি। পুলিশের তথ্য অনুযায়ী, গত বুধবার রাত একটার দিকে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজয় দিবস উপলক্ষে যুবলীগের এক কর্মসূচিতে অংশগ্রহণ করায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর শোয়াইব প্রথমে ফেসবুকে লিখেছিলেন, “আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারও, ফিরব বীরের বেশে কোনো একদিন। জয় বাংলা।” পরে থানার ভিতরে হাতকড়া পরা অবস্থায় একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, “এই দিন দিন নয়, দিন আরও আছে।” এছাড়া দায়িত্বরত অবস্থায় ঘুমন্ত এক পুলিশ কনস্টেবলের সঙ্গে সেলফি তুলে তা ফেসবুকে প্রকাশ করেন।
শোয়াইবের সঙ্গে ভিডিও কলে দেখা যায় আরেক ছাত্রলীগ নেতা তুহিনকে। তুহিনও সেই ভিডিও ফেসবুকে পোস্ট করেন। শোয়াইব পোস্টে উল্লেখ করেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন লড়াইয়ে দখলদার বাহিনীর হাতে অন্যায়ভাবে গ্রেপ্তার পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মো. শোয়াইব উল ইসলাম মহিমের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।”
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক সমকালকে বলেন, গ্রেপ্তারকৃত শোয়াইবকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে থানায় আনার পর অভিযানকারী দল অন্য কাজে চলে গেলে শোয়াইব লুকানো মোবাইল ফোন ব্যবহার করে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন। পরে পুলিশ তার কাছে থেকে মোবাইল উদ্ধার করে।
ওসি আরও জানান, ঘুমন্ত পুলিশ কনস্টেবলের বিষয়ে দায়িত্বে অবহেলার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে শোয়াইবের ফেসবুক পোস্টগুলো মুছে ফেলা হয়েছে। তবে ইতিমধ্যেই স্ক্রিনশট ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।