
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশেপাশের এলাকা আবারও নিরাপত্তা বাহিনীর কড়া তত্ত্বাবধানে রয়েছে। গতকাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপস্থিতি জোরদার করেছে।
হাইকোর্টের প্রধান ফটক থেকে সামান্য এগোলেই ট্রাইব্যুনালের মূল ফটক। সকালে দেখা যায়, হাইকোর্ট ফটকের পাশে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর কিছুটা দূরে সেনাসদস্যরা সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছেন। ট্রাইব্যুনালের ভেতরে এবং বাইরে পুলিশও নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল-১ গতকাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও একই দণ্ড প্রদান করা হয়েছে। রাজসাক্ষী, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।