
জনগণই দেশের প্রকৃত মালিক, তাদের হাতেই থাকা উচিত রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (২৮ জুলাই) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে ব্যক্তিগত অর্থায়নে নির্মিত একটি কাঠের সেতুর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ তুলে বলেন, “তারেক রহমান সব সময় বলেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এ দেশের মালিক কিন্তু জনগণ। জনগণ কাকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে সেটি নির্ধারণ করবে ভোটের মাধ্যমে।”
তিনি আরও বলেন, জনগণ যেন তাদের মনের কথা প্রতিনিধিকে জানাতে পারে, সেই জন্য প্রয়োজন প্রতিনিধিত্বমূলক সরকার। “তখন তার প্রতিনিধি পদক্ষেপ নেবে এবং তার পক্ষে অবস্থান নেবে। সে হিসেবে জনগণ নির্বাচিত প্রতিনিধি চায়।”
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “একটি ফ্যাসিবাদের বিদায় হয়েছে। যিনি অসংখ্য মানুষকে বিগত দিনে গুম-খুন করেছে। সেই ফ্যাসিবাদ সরকার কিন্তু দেশ থেকে পালিয়েছে। ফ্যাসিবাদের সরকারের প্রধান শেখ হাসিনা পালালেও এখনো দেশে ফ্যাসিবাদরা বিদ্যমান রয়েছে। তাই এ দেশের জনগণকে সচেতন থাকতে হবে যাতে করে আর ফ্যাসিবাদের উত্থান না হতে পারে।”
আসন্ন নির্বাচনে নিজের সম্ভাব্য নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় এলে আর আপনারা যদি আমাকেও নির্বাচিত করেন তাহলে এ টাঙ্গাইলে প্রতিটি গ্রাম-গঞ্জ উন্নয়নের রোল মডেল হবে।” এছাড়া যমুনা নদীর পাড়ে বসবাসকারী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
বর্ষাকালে যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে সৃষ্ট দুর্ভোগের কথাও উল্লেখ করে টুকু বলেন, “যেখানেই বর্ষার সমস্যা হবে সেখানেই আমার নিজ অর্থায়নে জনসাধারণের পারাপারের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হবে।”
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু ও কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন শাহা প্রমুখ উপস্থিত ছিলেন।