গুমের ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি এখনো তাড়া করে ফিরছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে। দীর্ঘ ৯ বছর পর তিনি শনিবার (১১ অক্টোবর) ফিরে গেলেন সেই সীমান্তপথে, যেদিক দিয়ে তাকে চোখ বেঁধে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল।
সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারি প্রজেক্টের অংশ হিসেবে তিনি সিলেট সীমান্ত পরিদর্শন করেন। সেখানেই এক টেলিভিশনের সঙ্গে আলাপকালে সেই দিনের আতঙ্কঘন মুহূর্তগুলো স্মরণ করেন সালাহউদ্দিন।












