
সাময়িক ওয়াকআউটের পর আবারও জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ফিরেছে বিএনপির প্রতিনিধি দল। সোমবার (২৮ জুলাই) দুপুর ১টায় বৈঠকে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
এর আগে সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস সার্ভিস একাডেমিতে ২০তম দিনের বৈঠক শুরুর কয়েক মিনিট পরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বের হয়ে যান।
নিচে বের হয়ে তিনি সাংবাদিকদের জানান, আজকের আলোচনার বিষয় সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল বিধান সম্পর্কিত আলোচনা করায় মূলত এ ওয়াকআউট।
প্রসঙ্গত রাষ্ট্রের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন বাদে অন্যান্য চারটি প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা হলে বিএনপি অংশগ্রহণ করবে না। গত ২২ জুলাই আগেই জানিয়েছিল বিএনপি।