
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে হাইকোর্ট। আদালত তার প্রার্থিতা পুনঃপ্রত্যার্পণের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এই আদেশ দেন।
রিটের পক্ষে আদালতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।
এর আগে সারোয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের করেন প্রার্থিতা ফিরে পেতে। তার নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেয়ার বিষয়টি কেন্দ্র করে মামলাটি তৈরি হয়।
জানা যায়, গত ১৮ জানুয়ারি চেম্বার জজ আদালত তার নাম ঋণ খেলাপি তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। এরপর ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিলের কারণে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখে।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের প্রেক্ষিতে গত রোববার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত সংশ্লিষ্ট সিদ্ধান্ত দেন। এসময় প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।
এর আগে হাইকোর্ট সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে আদেশ দেন। একই দিনে নির্বাচন কমিশনও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে তার মনোনয়নপত্র বাতিল করেছিল।