
ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘উচ্চতর সামরিক তৎপরতা’কে কেন্দ্র করে বেসামরিক বিমান চলাচলের জন্য সতর্কতা জারির পর শনিবার ছয়টি আন্তর্জাতিক বিমান সংস্থা ভেনেজুয়েলায় তাদের ফ্লাইট বাতিল করেছে।
রোববার (২৩ নভেম্বর) ভেনেজুয়েলার এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মারিসেলা দে লোইজা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। বাতিল করা ফ্লাইটগুলো পরিচালনা করছিল ব্রাজিলিয়ান জিওএল, স্প্যানিশ আইবেরিয়া, কলম্বিয়ার আভিয়ানকা, পর্তুগালের টিএপি, চিলির লাতাম এবং ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবিয়ান বিমান সংস্থা।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলা অভিযোগ করেছে, মাদক চোরাচালানের বিরুদ্ধে পর্যাপ্ত সক্রিয় পদক্ষেপ নিচ্ছে না। সেই সম্পর্কের অবনতির মধ্যে, মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চলে বড় সংখ্যায় বাহিনী মোতায়েন করায় ভেনেজুয়েলা এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সে সতর্কতা বৃদ্ধি পেয়েছে।
রয়টার্সের বরাতে জানা যায়, চারজন মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়াতে শিগগিরই ভেনেজুয়েলায় অভিযানের ‘নতুন পর্যায়’ শুরু করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তবে নতুন অভিযানের সময় বা পরিধি এখনো চূড়ান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা নিশ্চিত নয়।
২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো বারবার বলছেন, ট্রাম্প তার ক্ষমতা দখল করতে চাচ্ছেন। ভেনেজুয়েলার নাগরিক ও সামরিক বাহিনী এ ধরনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে।