
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তারা দায়িত্ব নিয়ে কাজ না করায় আওয়ামী লীগের মিছিল বেড়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘আগে বিএনপি, জামায়াত ও এনসিপি একযোগে মিছিল প্রতিহত করত, এখন তাদের মধ্যে ঐক্য নেই। অনেকের সঙ্গেই আবার আওয়ামী লীগের যোগাযোগ রয়েছে বলে বিভিন্ন মহল থেকে নানা কথা শোনা যায়। সেই সুযোগে আওয়ামী লীগ ধীরে ধীরে তাদের মিছিলের সংখ্যা বাড়িয়ে নিচ্ছে।’
রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন গোলাম মাওলা রনি।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ভেতরে ও বাইরে যে তৎপরতা চালাচ্ছে এবং সেটি যেভাবে দিন দিন বাড়ছে, তা খুবই ভয়ংকর। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় তৎপরতা হচ্ছে না। কারণ ১৫ বছর ধরে আওয়ামী লীগের পক্ষে থাকার ফলে পুলিশ বুঝে গেছে, রাজনৈতিক সরকারের কথা না মেনে কাজ করলে জীবনভর জেলের মুখ দেখতে হতে পারে। বরং অন্যায় আদেশ মানা থেকে বিরত থাকলে চাকরি চলে গেলেও রিকশা চালিয়ে খেয়ে নেওয়া যায়, যা অনেক নিরাপদ।’
গোলাম মাওলা রনি বলেন, ‘যদি কোনো কারণে কর্তৃপক্ষের অন্যায় আদেশ শুনে পাল্টা মামলা হয়, তাহলে পুরো পরিবার জাহান্নামের আগুনে পড়ার মতো পরিস্থিতির মুখোমুখি হবে।’
তিনি বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতনরা সরকারকে খুশি করতে ঘোষণা দিয়েছে, যদি আওয়ামী লীগের মিছিলকারীদের ধরে আনা হয়, প্রতি জনে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এতে কোনো উপকার হবে না বরং এটা বুমেরাং হয়ে ফিরে আসবে। টাকা খরচ হবে আর নিরীহ মানুষকে ধরে এনে দেখানো হবে যে, আজ ১০০ জন মিছিল করেছে, আমরা ১০ জনকে ধরেছি, তারা পুরস্কার নিয়েছে।’