
নজিরবিহীন দুর্নীতির অভিযোগে আলোচনার মুখে থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার যুক্তরাষ্ট্র, কানাডা ও অন্যান্য দেশে থাকা সম্পদের তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশগুলিতে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) এই চার্জশিট অনুমোদিত হয়। দুদক জানায়, বেনজীরের পরিবারের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ আরও কিছু দুর্নীতির মামলা তদন্তাধীন রয়েছে এবং তা পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়ায় নেওয়া হবে।
দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, “বেনজীরের বিরুদ্ধে ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া অত্যাধুনিক ফ্ল্যাট, জমি, বিলাসবহুল রিসোর্ট—সবকিছুর মালিকানা তার নামে রয়েছে। অঢেল সম্পদ গড়ার অভিযোগে দুদক তদন্ত চালাচ্ছে, এবং দেশের বাইরে থেকেও তার সম্পদের খোঁজ পাওয়া গেছে।”
তিনি আরও জানান, “বেনজীরের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় সম্পদ এবং ব্যবসায়িক বিনিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে ওই দেশগুলোতে চিঠি পাঠানো হয়েছে।”
এদিকে, অগ্রণী ব্যাংকের ফ্লোর স্পেস ক্রয়ে ২২ কোটি টাকার দুর্নীতির অভিযোগে ব্যাংকের সাবেক দুই এমডি—সৈয়দ আব্দুল হামিদ ও মোহাম্মদ শামস-উল ইসলামসহ নয় জনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুদক।