
কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ সিরিজের উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। এতে মায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।
ওয়েব ফিল্মটির নির্মাতা আকা রেজা গালিব জানিয়েছেন, “ওয়েব ফিল্মটির গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। পর্দায় ফুটিয়ে তুলতে গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন আনা হয়েছে। আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে। পুরোটাই করা হয়েছে কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে।”
ছবিটির চিত্রনাট্যে আধুনিক সময়ের ছোঁয়া দেওয়া হয়েছে, যদিও উপন্যাসের মূল প্রেক্ষাপট সত্তরের দশক। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর।
ওয়েব ফিল্মটির গল্পে দেখা যাবে, এক রাতে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৌয়ের চরিত্রটি মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলেন। এরপর শুরু হয় সত্য গোপন রাখার লড়াই। মরদেহ লুকিয়ে ফেলেন তিনি, কিন্তু পুলিশের অনুসন্ধানে জড়িয়ে পড়েন নতুন এক সংকটে।
‘গহীন অতল’ প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। অভিনয়ে আরও রয়েছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু।
এর আগে ১৯৭৪ সালে ‘মাসুদ রানা’ সিরিজের ১১তম বই ‘বিস্মরণ’ অবলম্বনে নির্মিত হয়েছিল প্রথম সিনেমা। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে মুক্তি পায় আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিত ‘এমআর-৯: ডু অর ডাই’।
নির্মাতা জানান, কাজী আনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে ১৯ জুলাই ওয়েব ফিল্মটি মুক্তির পরিকল্পনা থাকলেও সময়মতো কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।