
সরকারের দৃঢ় আশ্বাসের পর, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) স্পিনিং খাতের মিল বন্ধের পূর্বঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিটিএমএ জানিয়েছে, সুতা আমদানি নিয়ে চলমান ফলপ্রসূ আলোচনা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মিল বন্ধের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জানুয়ারি, বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন-এর সভাপতিত্বে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের চলমান সমস্যাগুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্পিনিং শিল্পের সংকট ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা স্পষ্ট করেন যে, স্পিনিং খাত দেশের রপ্তানি ও শিল্পখাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, এবং সরকারের পক্ষ থেকে দ্রুত, বাস্তবসম্মত ও ন্যায্য সমাধান দেওয়ার দৃঢ় অঙ্গীকার জানানো হয়েছে।
বিটিএমএ তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, সরকারের আশ্বাস, ইতিবাচক অগ্রগতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় পূর্বঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল গফুর, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রহিমা বেগম, এনবিআরের শুল্ক নীতির সদস্য মুবিনুল কবীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, আগামী ৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব অংশীজনের উপস্থিতিতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।