
জুলাই-আগস্টের অস্থির সময়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন খালাস পাবেন বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি জানান, মামলার কোনো আসামির সঙ্গে তার সরাসরি যোগাযোগ হয়নি।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি নিজের মূল্যায়ন তুলে ধরে বলেন, ‘আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা (মক্কেল) খালাস পাবেন। এটা আমি বিশ্বাস করি। তবে বিচারের সচ্ছতা নিয়ে আমার কোন প্রশ্ন নেই।’
আলোচিত এই মামলার রায় আজ ঘোষণা করা হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় প্রকাশ করবে এবং এ উপলক্ষে সকাল ১১টায় কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছে রেজিস্ট্রার দপ্তর।
রায় ঘোষণার পুরো প্রক্রিয়া বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাইব্যুনালের চারপাশে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনের দিকে যাওয়ার সড়ক ইতোমধ্যে বন্ধ রয়েছে। পাশাপাশি সেনাসদরে পাঠানো চিঠির ভিত্তিতে ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সেনাসদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।