
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সরকারি উদ্যোগে বিনামূল্যে সরবরাহকৃত খাবার খেয়ে এক সপ্তাহের মধ্যে এক হাজার তিনশোর বেশি শিশু বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই ঘটনা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং সংশ্লিষ্ট প্রকল্প দ্রুত বন্ধ করার দাবি জোরালো হয়েছে।
ফ্রান্স২৪ এর প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম বানডুং এলাকায় সরকারি ‘ফ্রি মিল’ কর্মসূচির খাবার থেকে বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে, যা শিশুদের মধ্যে শ্বাসকষ্ট, বমি ও ডায়রিয়া সহ বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতা সৃষ্টি করেছে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আক্রান্ত শিশুদের সংখ্যা হাজারের উপরে।
শিশুদের পুষ্টিহীনতা দূর করার লক্ষ্যে প্রেসিডেন্ট প্রাবোঁ সুবিয়ান্তোর নেতৃত্বে চালু হয় এই উদ্যোগ, যা প্রথমদিকে ব্যাপক প্রশংসা পেয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনায় পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়ায় অনেক লঙ্গরখানা বন্ধ হয়ে গেছে।
এক অভিভাবক আমিনাহ বলেন, “আমার নাতি এই খাবার খেয়ে অসুস্থ হয়েছে। আমি চাই এই প্রকল্প বন্ধ করে এর বদলে নগদ সহায়তা দেওয়া হোক।”
দেশে অর্থনৈতিক বৈষম্যের কারণে ইতিমধ্যেই বিক্ষোভে বিপর্যস্ত প্রাবোঁ সরকারের জন্য এই বিষক্রিয়ার ঘটনা নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ছয় হাজার চারশো শিশুর বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। তবে বেসরকারি সংস্থাগুলো দাবি করছে প্রকৃত সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি। তাদের মতে, প্রকল্পের দ্রুত সম্প্রসারণের ফলে রান্নার মান নিয়ন্ত্রণে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।
কর্মসূচিটি প্রথমে সীমিত আকারে শুরু হলেও কয়েক মাসের মধ্যে এটি তিন কোটিরও বেশি মানুষকে সেবা দেয়। হাজার হাজার নতুন লঙ্গরখানা গড়ে উঠলেও অভিজ্ঞ রাঁধুনির অভাব এবং নিরাপদ রান্নার যথাযথ ব্যবস্থা না থাকার কারণে এই কেন্দ্রে বিষক্রিয়ার ঘটনা বেশি ঘটছে।
পুষ্টি সংস্থার চেয়ারম্যান দাদন হিন্দায়ন স্বীকার করেছেন, “রান্নার উপকরণ, পানি ও প্রক্রিয়ার মানদণ্ড না মানার কারণেই দুর্ঘটনা ঘটছে।”
এই প্রকল্পের জন্য ২০২৫ সালে প্রায় ৭১ ট্রিলিয়ন রুপিয়া (প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ রাখা হয়েছে।