
রাজধানীর শাহবাগে ফাইভ স্টার হোটেল কিংবা তারকাদের ভিড়ের ছায়া নেই—সাধারণ মাদুর পেতে বসেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজন করেছে ব্যতিক্রমী নির্বাচনী ‘থিম সং’ উদ্বোধন।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শহীদ হাদি চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। থিম সং উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “আমরা থিম সং লঞ্চ করতে চেয়েছি রাজপথ থেকে, যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। আমরা ফাইভ স্টার হোটেল ভাড়া করে সেলিব্রেটিদের আনতে পারিনি। এখানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, এবং আমরা তাদের প্রতিনিধিত্ব করি।”
তিনি আরও উল্লেখ করেন, “এখানেই থিম সং লঞ্চ করতে চেয়েছি, যেখানে সাধারণ মানুষের উপস্থিতি স্বাভাবিক এবং তারা অনুষ্ঠানটি উপলব্ধি করতে পারেন। আপনারা দেখেছেন, গণভোটের থিম সংও এখানে লঞ্চ হয়েছে, যার সঙ্গে সবাই পরিচিত।”
আসিফ মাহমুদ বলেন, থিম সং-এর মাধ্যমে দলের মূল দর্শন এবং নির্বাচনী প্রস্তাবিত নীতি জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া দলের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’-কেও সাধারণ মানুষের কাছে পরিচিত করানো এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।