
রাজধানীর শাহবাগে বুধবার (২৭ আগস্ট) এক মা তার ছোট সন্তানের নিরাপত্তা বাঁচাতে মেট্রোরেলের গেট ধরে টানাটানি ও আহাজারি করছেন এ দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনা সৃষ্টি করেছে।
বুধবার বেলা ৩টার দিকে শাহবাগ মেট্রোস্টেশনে এই ঘটনা ঘটে। সূত্র জানায়, রাজধানীতে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল-জলকামান ব্যবহার করে। এসময় এক মা তার শিশুকে সুরক্ষিত রাখতে মেট্রোরেলের গেট ধরে রক্ষা করতে চেষ্টা করেন। তবে মায়ের ও শিশুর নাম পরিচয় এখনও জানা যায়নি।
ভিডিওটি প্রথম ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক রহমত উল্লাহ। তিনি ক্যাপশনে লেখেন, “রাস্তায় সংঘর্ষ, নিজ সন্তানকে বাঁচাতে মেট্রোরেলে নিরাপত্তা পেতে পাগল মা।” অন্য সাংবাদিক আকরাম খান ভিডিওটি শেয়ার করে লেখেন, “বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারগ্যাস, সন্তানকে বাঁচাতে মেট্রোরেলে নিরাপত্তা পেতে মায়ের আকুতি।”
জানা গেছে, শিক্ষার্থীরা তিন দফা দাবিতে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছিল। পথে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে এক সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ইতোমধ্যেই কমিটি গঠন করেছে। তবে শাহবাগে ঘটনার সময় মায়ের আহাজারি ও সন্তান রক্ষার দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও আলাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে।