
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এদেশের মানুষ ইসলামের পক্ষে আছে, আগামী দিনেও তারা ইসলামের পক্ষে থাকবে। ইতিমধ্যে এদেশের শান্তি প্রিয় জনগণ ইসলামের পতাকা তলে সামিল হতে শুরু করেছে। তারা আর কোনও চাঁদাবাজ সন্ত্রাসীকে ভোট দিবেনা। তারা আগামী নির্বাচনে ইসলামী দল গুলোকে বেঁচে নেবে। নির্বাচনে তারা ইসলামী দল গুলোকে ভোট দিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিবে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে পৌরসভার ১১ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় অছিমউদ্দিন ক্বারি বাড়ি মাদ্রাসা মাঠে এ জনসভার আয়োজন করা হয়। ড. মুহাম্মদ রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি।
রেজাউল করিম বলেন, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় গুলোতে ইসলামী ছাত্রশিবিরের নেতারা বিজয় অর্জন করেছে। কারণ তারা ছিল মেধাবী। এই কারণে তাদের মেধা ও গুণ দেখে সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের পক্ষে রায় দিয়েছে।
তিনি আরও বলেন, সারা পৃথিবীতে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে। আগামী দিনে বাংলাদেশও ইসলামের বিজয় হবে। আর যদি ইসলামের বিজয় হয়। তাহলে দেশ আল্লাহর আইন মতো চলবে। ওমরের শাসন চলবে। তখন আর অন্যায় হবেনা। চাঁদাবাজি হবেনা, সন্ত্রাস হবেন। সুখে শান্তিতে থাকবে আমাদের দেশের সাধারণ মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।