
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। সর্বশেষ আগামী ৮ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। এতে আলোচিত মামলাটির তদন্ত প্রতিবেদন পেছানোর সংখ্যা দাঁড়াল ৯০ বার।
মঙ্গলবার (৪ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান প্রতিবেদন দাখিল করতে না পারায়, তদন্ত সংস্থা আদালতের কাছে সময় চায়। পরবর্তীতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আবেদন মঞ্জুর করে ৮ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। ধারণা করা হয়, দেশের ভেতরের একটি চক্রের সহযোগিতায় আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ এ অর্থপাচারের ঘটনাটি ঘটায়।
ঘটনার পর ওই বছরের ১৫ মার্চ, বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা হয় এবং এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।