
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে সৃজিত সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল নিয়ে সরকারের পক্ষ থেকে নতুন ব্যাখ্যা এসেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টা ৫৩ মিনিটে প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্পষ্টীকরণ বার্তা প্রকাশ করা হয়।
বার্তায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিল সংক্রান্ত যেসব সংবাদ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।
পোস্টে জানানো হয়, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ২ হাজার ৫০০ ক্লাস্টারে সমসংখ্যক সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
সচিব কমিটির মতে, প্রকল্পটির পরিকল্পনায় উল্লেখযোগ্য ত্রুটি ছিল। এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ দিলে তা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কার্যকর সুফল দেবে না, বরং বৈষম্য সৃষ্টি করবে। দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ অবস্থায় ক্লাস্টারভিত্তিক নিয়োগ বাস্তবায়ন করা সম্ভব নয়।
কমিটি আরও জানায়, এই ব্যবস্থায় একজন শিক্ষককে গড়ে ২০টিরও বেশি বিদ্যালয়ে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যা বাস্তবভাবে সম্ভব নয় এবং কর্মঘণ্টা ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি করবে।
বার্তায় বলা হয়, ভবিষ্যতে অর্থের সংস্থান নিশ্চিত করা গেলে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা বিষয়ভিত্তিক শিক্ষক পদ সৃষ্টির বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে বলে সচিব কমিটি মত দিয়েছে।